চট্টগ্রামে গ্রিল কাটার সরঞ্জামসহ ৬ ‘চোর’ গ্রেপ্তার

চট্টগ্রামে গ্রিল ‘কেটে চুরি করা’ পেশাদার চক্রের ছয় সদস্যকে অস্ত্র ও গ্রিল কাটার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 01:51 PM
Updated : 27 Nov 2018, 01:51 PM

মঙ্গলবার বিকালে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক ও চান্দগাঁও পাঠানিগোদা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবুল কালাম আবু ওরফে মাছ কালাম (৪৮), মো. কবির (২৮), মো. নুরুন্নবী (৩২), মোহাম্মদ হোসেন (৩৫), আমীর হোসেন (৪৫) এবং মো. ইমরান হোসেন (২৫)।

এরা সবাই পেশাদার গ্রিল কাটা দলের সদস্য বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে কল্পলোক আবাসিক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকা থেকে।”

এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভোরে নামাজের সময় টার্গেট করা দোকানে চুরি করে থাকেন। এ সময় তাদের মধ্যে দুইজন টার্গেট করা দোকানের সামনে নীল রঙের চাদর নিয়ে দাঁড়িয়ে থাকেন।

“বাকিরা দোকানের ভেতরে গিয়ে চুরি করেন। এজন্য তাদের মাত্র ৩০ মিনিট সময় লাগে।”

তিনি বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক হওয়া চক্রের সদস্যরা বুধবার ভোরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফোন-ফ্যাক্স কিংবা স্বর্ণের দোকানে চুরি করার টার্গেট ছিল বলে জানায়।

গ্রেপ্তার হওয়ারা আগেও বিভিন্ন স্থানে গ্রিল কেটে চুরির সঙ্গে জড়িত ছিল উল্লেখ করে ওসি বলেন,  “আবুর বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা আছে।”

এদের মধ্যে হোসেন গত বছর বৌ বাজার এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূ খুনের ঘটনায় ‘সম্পৃক্ত ছিলেন’ বলেও জানান তিনি।।