ফুট ওভারব্রিজ ব্যবহারকারীদের চকলেট দিল পুলিশ

চট্টগ্রামে ফুট ওভারব্রিজ ব্যবহারকারীদের চকলেট দিয়ে স্বাগত জানিয়েছে ট্রাফিক পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 03:26 PM
Updated : 22 Sept 2018, 03:27 PM

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাওয়া স্কুলের সামনের ফুট ওভারব্রিজ ব্যবহারকারীদের এভাবে স্বাগত জানানো হয়।

নগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি শনিবার ট্রাফিক সচেতনতা দিবস পলন করা হয়। এর অংশ হিসেবে বিভিন্ন মোড়ে আমরা জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি করছি।”

ট্রাফিক বিভাগের উত্তর জোনের পরিদর্শক (প্রশাসন) সুভাষ চন্দ্র দে বলেন, মানুষকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করতে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

“সড়কে বিপদজনকভাবে রাস্তা পারাপার না হয়ে যারা ফুট ওভারব্রিজ ব্যবহার করেছে তাদেরকে চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে, যাতে সবাই ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত হয়।”

এছাড়া অক্সিজেন, বহদ্দার হাট, মইজ্জ্যারটেক ও বাদামতলী মোড়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়।

পরীক্ষা করে যেসব যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স সঠিক পাওয়া গেছে তাদেরকে ‘ওকে’ স্টিকার দেওয়া হয়েছে বলে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।