দুর্নীতির মামলায় বন্দর কর্মকর্তা গ্রেপ্তার

সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে পাঁচ বছর আগের মামলায় এক বন্দর কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 10:38 AM
Updated : 16 April 2018, 10:38 AM
সোমবার দুপুর সোয়া একটার দিকে চট্টগ্রাম বন্দর ভবনের কার্যালয় থেকে সন্দীপন চৌধুরী নামের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সন্দীপন চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বন্দরের কিছু সরঞ্জাম ক্রয়ের কয়েকটি দরপত্রে দুর্নীতির অভিযোগে এ মামলা হয়েছিল।

“২০১১ সালে ওই অভিযোগের পর অনুসন্ধান শেষে ২০১৩ সালে মামলা হয়। কমিশনের অনুমোদনে আজ আমরা তাকে গ্রেপ্তার করি।”

গ্রেপ্তার বন্দর কর্মকর্তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা লুৎফুল কবির চন্দন।