প্রজন্ম লীগ নেতা বাহাদুর হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় দুই মাস আগে আওয়ামী প্রজন্ম লীগ নেতা বাহাদুর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 12:45 PM
Updated : 15 April 2018, 01:11 PM

রোববার নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে আবদুল মান্নান ওরফে মান্না (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মান্না পটিয়া থানার পশ্চিম কোলাগাঁও এলাকার জেবল হোসেনের ছেলে।

পটিয়া থানার কোলাগাঁও আওয়ামী প্রজন্ম লীগ সভাপতি মো. বাহাদুর হত্যা মামলার প্রধান আসামি মান্না।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কালামিয়া বাজারের মাঝের রাস্তা এলাকায় একটি ভাড়া বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়।

মান্নার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা আছে বলে জানান তিনি।

পিবিআই কর্মকর্তা রেজাউল করিম বলেন, “মান্না ও তার সহযোগিরা কোলাগাঁও ও আশপাশের এলাকায় শিল্প-কারখানা, নৌকার মাঝি এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় এবং জমি দখল করে বলে অভিযোগ আছে।

“গত ৯ ফেব্রুয়ারি রাতে কোলাগাঁওয়ের চিটাগাং মেরিন ডকইয়ার্ড থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মান্নার নেতৃত্বে কয়েকজন কুপিয়ে ও পিটিয়ে মো. বাহাদুরকে গুরুতর জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বাহাদুর।”

এ ঘটনায় নিহত বাহাদুরের ছোট ভাই মোরশেদ বাদি হয়ে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।