নবজাগরণের মূল ভিত্তি লোক সংস্কৃতি চর্চা: মুশতারী শফী

শিক্ষা ও সংস্কৃতির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে নবজাগরণ লোকসংস্কৃতির চর্চার মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন শহীদজায়া বেগম মুশতারী শফী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 01:36 PM
Updated : 16 March 2018, 01:36 PM

শুক্রবার নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে উদীচীর চট্টগ্রাম বিভাগীয় গণসঙ্গীত প্রতিযোগিতা এবং সত্যেন সেন গণসঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমত ব্যক্ত করেন।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মুশতারী বলেন, শিক্ষা ও সংস্কৃতির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সৃজনশীল বিকাশ ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যেতে হবে।

“সাংস্কৃতিক বিকাশ ও নবজাগরণের মূলভিত্তি লোকসংস্কৃতির চর্চা। এ লক্ষ্যে উদীচী তার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

তিনি বলেন, শিল্পকলার বিভিন্ন মাধ্যমে উদীচী তার বহুমাত্রিক সংগ্রাম অব্যাহত রাখলেও গণসঙ্গীতই উদীচীর সংগ্রামের প্রধান হাতিয়ার।

“গণসঙ্গীতের চর্চাকে আরও বিকাশমান এবং শক্তিশালী করতে উদীচী সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে।”  

উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, বিভাগীয় সদস্য সচিব শেখ ফরিদ আহমদ, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক জহিরউদ্দিন বাবর, কেন্দ্রীয় সদস্য সুনীল ধর এবং ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

বিজয়ীরা আগামী ২৮ থেকে ৩০ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।