চবিতে ভাংচুরের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় ২৪ ঘণ্টা পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 02:31 PM
Updated : 21 Feb 2018, 02:31 PM

বুধবার দুপুরের দিকে হাটহাজারী থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রক্টর কার্যালয় ও বাস ভাংচুরের কারণে প্রশাসনের নির্দেশে মামলাটি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা হয়েছে।”

মামলার বিষয়টি স্বীকার করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা করেছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।”

আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ।

রাতে শাহ আমানত ও শাহ জালাল হলে পুলিশ তল্লাশি চালিয়ে বেশকিছু ধারালো অস্ত্র ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বেশ কয়েকজনকে আটক করে।

এর জের ধরে মঙ্গলবার সকালে ক্যাম্পাসগামী শাটল ট্রেন আটকে দিয়ে দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে অবরোধ শুরু করে আ জ ম নাছিরের অনুসারীরা।

পুলিশের লাঠিপেটায় সরে গেলেও পরে তারা প্রক্টর কার্যালয় ও পরিবহন দপ্তরে ভাংচুর চালায়।