রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ইউসুফের মৃত্যু

রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. ইউসুফ মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 07:41 AM
Updated : 18 Feb 2018, 07:41 AM

রোববার সকাল আটটা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ছোটভাই মো. সেকান্দার।

চিরকুমার এ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজণিত রোগে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

২০০১ সালে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর প্রায় বিনা চিকিৎসায় রাঙ্গুনিয়ার ভাইয়ের বাড়িতে শয্যাশায়ী ছিলেন তিনি।

প্রায় বিনা চিকিৎসায় শয্যাশায়ী থাকার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ বছরের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দলীয় সাবেক এ সংসদ সদস্যের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংসদ ইউসুফের ছোটভাই সেকান্দার জানান, ইউসুফের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে এসে রাঙ্গুনিয়ার বাড়িতে দাফন করা হবে। তবে জানাজা ও দাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

তিন ভাই-তিন বোনের মধ্যে সবার বড় ইউসুফ সারাজীবন ছিলেন রাজনীতি অন্তঃপ্রাণ, বিয়ে করেননি তিনি।

রাঙ্গুনিয়া থানা ছাত্র ইউনিয়নের সভাপতি থাকার সময় ১৯৬৯-৭০ সালে রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

স্বাধীনতার পর শ্রমিক রাজনীতিতে যুক্ত হওয়ার পর ১৯৭৪-৭৫ মেয়াদে দাউদ-ফোরাত জুটমিলে সিবিএ সাধারণ সম্পাদক ছিলেন সালে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙ্গুনিয়া থানার সাবেক সভাপতি ইউসুফ জেলা কমিটির সদস্য এবং উত্তর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন।

১৯৯১ সালে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রাম-৭ আসনে নির্বাচন করেন মো. ইউসুফ।

বিএনপি প্রার্থীকে পরাজিত করে ৩৪ হাজার ৬১৫ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে আওয়ামী লীগে যোগ দেন ইউসুফ।

সাবেক এ সাংসদের মৃত্যুতে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।