চট্টগ্রামে মাদকের ‘আখড়া’ থেকে ইয়াবা ফেনসিডিল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে মাদকের ‘আখড়া’ খ্যাত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করেছে মাদকবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 11:57 AM
Updated : 20 Jan 2018, 11:57 AM

শনিবার দুপুরে এ অভিযানে আবুল হোসেন (৪৫) নামে এজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আবুল নগরীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইউসুফের সহযোগী বলে দাবি অধিদপ্তরের কর্মকর্তাদের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, বরিশাল কলোনির মালিপাড়ায় পুলিশ ও এবিপিএন সদস্যদের সহায়তায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দুই হাজার ৩০০ ইয়াবাসহ আবুলকে গ্রেপ্তার করা হয়।

তপন বলেন, “আবুলকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে ৫০০ বোতল ফেনসিডিল ও গুলিসহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।”

অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার আবুল মাদক বিক্রির পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সরবরাহও করে।