‘কর্ণফুলীতে চারজন নয়, ধর্ষণ দুই নারীকে’

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বাড়িতে ধর্ষণের ঘটনায় আদালতে দেওয়া জবানবন্দিতে চার নারী জানিয়েছেন, তাদের মধ্যে দুইজন ধর্ষণের শিকার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 02:48 PM
Updated : 14 Jan 2018, 02:48 PM

রোববার চট্টগ্রামের মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে তারা জবানবন্দি দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চার নারী আদালতে জবানবন্দি দেন।

“জবানবন্দিতে তারা জানিয়েছেন তাদের মধ্যে দুই জন ধর্ষিত হয়েছেন এবং অন্য দুইজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।”

গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির সময় তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী ও তাদের এক বোনকে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

ধর্ষণের শিকার নারীরা ঘটনার পরদিন মামলা করতে গেলে ঠিকানা জটিলতার কথা বলে ‍পুলিশ মামলা নিতে গড়িমসি করে।

পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর মামলা হয় কর্ণফুলী থানায়।

পরে মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দায়িত্ব পাওয়ার পর এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চার জনকে গ্রেপ্তার করে তারা।

এর আগে পুলিশ এ মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল।