টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 02:33 PM
Updated : 22 Nov 2017, 02:33 PM

(ফাইল ছবি)

বুধবার টেকনাফের হ্নীলা বাজারের ‘হোটেল ডায়মন্ড’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নুরুল ইসলাম (২৫), রশিদ আহম্মদ (২৭), বায়তুল্লাহ (৩০), আবুল হোসেন (৪০) ও সিরাজুল ইসলাম (২৭)।

তারা সাম্প্রতিক সময়ে মিয়নমারে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা হ্নীলা বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা শামীম বলেন, গ্রেপ্তাররা মাদক পাচার দলের সক্রিয় সদস্য। কক্সবাজারসহ বিভিন্ন স্থানে তারা মাদক পাচারর করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।