জেএসসি: চট্টগ্রামে এবার পরীক্ষার্থী ২ হাজার বেশি

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 12:56 PM
Updated : 22 Oct 2017, 12:56 PM

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দুই হাজার জন বেশি।

গত বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮১ হাজার ৬৫২ জন।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবছর অংশ নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮৮৫ জন ছাত্রী ও ৮২ হাজার ৭২২ জন ছাত্র।

এদের মধ্যে এক লাখ ৭২ হাজার ৩২৩ জন নিয়মিত ও ১১ হাজার ২৮৪ জন অনিয়মিত শিক্ষার্থী।

চট্টগ্রাম শহর ও জেলা মিলিয়ে এক লাখ ২৮ হাজার ৯৩১ জন, কক্সবাজারে ২৬ হাজার ৭৩০ জন, রাঙামাটিতে ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়িতে ১১ হাজার ২৮৬ ও বান্দরবানে পাঁচ হাজার ৪৯৮ জন পরীক্ষায় অংশ নেবে। 

এ বছর মোট এক হাজার ২১২টি স্কুল পরীক্ষায় অংশ নেবে; আর ২১৮টি কেন্দ্রে পরীক্ষা হবে।