‘কালার অব চিটাগাং’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘কালার অব চিটাগাং’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 02:14 PM
Updated : 7 Oct 2017, 02:14 PM

শনিবার বিকালে নগরীর হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউতে প্রদর্শনীর উদ্বোধন কেরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছবির মধ্য দিয়ে চট্টগ্রামকে তুলে ধরায় আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও বেশি পরিচিতি লাভ করবে এবং বিদেশিরা এ দেশে ভ্রমণে আকৃষ্ট হবে।”

প্রদর্শনীর মধ্য দিয়ে চট্টগ্রামসহ দেশের ছবি ফুটে উঠেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ছবি ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এর মধ্য দিয়ে প্রকৃত বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রেহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, রেডিসন ব্লু চিটাগং বে-ভিউর অর্থ নিয়ন্ত্রক এটিএম সারোয়ার কামাল চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

প্রদশর্নীতে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা ও বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কিত ৩০ জন ফটোসাংবাদিকের ৬০টি ছবি প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এ আয়োজনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সহায়তা করছে হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউ।