চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার যুবক রিমান্ডে

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 03:32 PM
Updated : 1 August 2016, 08:08 AM

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

“আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করে।”

বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি বাসা থেকে দিনাজপুর মেডিকেল কলেজ প্রথমবর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশের ভাষ্য, আব্দুল্লাহ ঠাকারগাঁও এলাকায় আনসার উল্লাহ বাংলা টিমের অন্যতম সংগঠক; সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেই তিনি চট্টগ্রামে এসেছিলেন।  

ঠাকুরগাঁও সদর উপজেলার ইমতাজুর রহমানের ছেলে আব্দুল্লাহর বড় ভাই আবুল হাসনাতও আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য।

কয়েক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ে চাপাতিসহ গ্রেপ্তার হয়েছিলেন হাসনাত।