চট্টগ্রামের ছাত্রলীগনেতা রনির জামিন মেলেনি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিভঙ্গের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্র মামলায় জামিন দেয়নি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2016, 09:30 AM
Updated : 10 May 2016, 09:30 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বিচারিক হাকিম আবু হোসেন মোহাম্মদ রেজা জামিনের আবেদন নামঞ্জুর করেন বলে তার আইনজীবী রণি কুমার দে জানান।

নির্বাচনী বিধিমালা ভঙ্গের দায়ে দুই বছরের কারাদণ্ড পাওয়া এই ছাত্রলীগ নেতাকে এর আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রনির জামিনের আবেদন নাকচ হওয়ার পর আদালত ভবনের বাইরে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা রনির মুক্তি চেয়ে স্লোগান দেয় এবং আদালত ভবনের সড়ক অবরোধ করে।

গত শনিবার হাটহাজারীর মির্জাপুরে একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্র ও গুলিসহ নুরুল আজিম রনিকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া যায়।

ওইদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কর্তব্যরত বিচারিক হাকিম তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

পাশাপাশি হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।