চট্টগ্রামে ডোবা থেকে লাশ উদ্ধার

আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের, যার পরনে ছিল প্রিন্টের গেঞ্জি ও চেক লুঙ্গি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2022, 11:59 AM
Updated : 9 Nov 2022, 11:59 AM

চট্টগ্রামে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ‘খুন’ করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুধবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) অতুনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ডোবা থেকে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, আনুমানিক ৪০ বছর বয়সী লোকটির পরনে প্রিন্টের গেঞ্জি ও চেক লুঙ্গি পরা ছিল। স্থানীয় লোকজন লোকটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, মৃত ব্যক্তির আগে থেকে ডান হাত ছিল না। বাম হাতটি কাপড়ের বেল্ট দিয়ে পেছন থেকে পেঁচিয়ে গলার সঙ্গে বাঁধা ছিল।

স্থানীয়রা লাশটি পরিচয় শনাক্ত করতে পারেনি জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় নিয়ে খুন করা হয়েছে না কি বাইরে থেকে খুন করে লাশটি এনে ডোবায় ফেলেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।