“কেন্দ্রে ঝামেলা হয়েছে; সেজন্য সকাল ১০টার দিক থেকে ভোট গ্রহণ বন্ধ আছে,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
Published : 29 May 2024, 12:55 PM
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের পটিয়ার একটি কেন্দ্রেভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, “কেন্দ্রে ঝামেলা হয়েছে। সেজন্য সকাল ১০টার দিক থেকে ভোট গ্রহণ বন্ধ আছে।”
তবে ঝামেলাটা কী, সেটি স্পষ্ট করেননি এ পুলিশ কর্মকর্তা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে একদল লোক গিয়ে কেন্দ্রটির ব্যালট বই, পেপার, সিল ছিনিয়ে নিয়ে চলে যান। এরপর থেকেই ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। ঘটনার পর কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে বুধবার ভোট দিচ্ছেন ভোটাররা। এর মধ্যে চট্টগ্রামের চার উপজেলা ভোট হচ্ছে।
পটিয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম।
পটিয়া ছাড়াও বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ উপজেলাগুলোতে এখন পর্যন্ত বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।