দগ্ধ সবারই কমবেশি শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 07 Sep 2024, 02:16 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার এক কারখানায় বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিটে ১২ জন ভর্তি আছে।
“তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ডা. রফিক জানান, চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, আহমদ উল্লাহর ৯০, কাশেমের ৩৫, সাগরের ২৫, আল আমিনের ৮০, মইনুলের ৮০, হাবিবের ৪০, বরকতের ৫০, আনোয়ারের ২ এবং রফিকের ১০ শতাশ পুড়ে গেছে।
এছাড়া রফিকুল ও সাইফুল নামের দুজনের কানে সমস্যা হয়েছে বলে জানান ডা. রফিক।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।