‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা’ ব্যানারে এই প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি আয়োজন করা হয়।
Published : 16 Aug 2024, 01:24 AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিনে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংস্কৃতিকর্মীদের প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহে যাওয়া দুই সংবাদকর্মীও হামলার শিকার হন।
‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা’ ব্যানারে এই প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চেরাগী পাহাড় মোড়ের পাশে দৈনিক আজাদী গলিতে মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেন ২৫ থেকে ৩০ জন সংস্কৃতিকর্মী। পরে তারা 'ও আমার দেশের মাটি' গানটি গান।
এসময় কয়েকজন যুবক লাঠিসোঁটা হাতে সেখানে এসে 'জয় বাংলার স্লোগান কেন দিচ্ছিস’- এই প্রশ্ন করে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা করে। মোমবাতি প্রজ্জ্বালন কেন করছে, সেটা বলতে বলতে চড়াও হয় ওই যুবকরা।
মারধরের ছবি তুলতে গেলে প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীলকে মারধর করে হামলাকারীরা। তার ক্যামেরায় লাঠি দিয়ে আঘাত করেন।
তখন দৈনিক আমাদের সময়ের ফটো সাংবাদিক এস এম তামান্না ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করে তার মুঠোফোন কেড়ে নেয় হামলাকারীরা।
ঘটনার বিষয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ক পরিষদের এক সংগঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে এ ধরনের হামলা কাম্য নয়। তারা কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলা করেছে।"
স্থানীয়রা জানান, হামলাকারীদের মধ্যে দুয়েকজন যুবদলের নেতাকর্মী ছিলেন। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শোক ও শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষের ওপর হামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।