বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এ মাদক মামলার দেয়।
Published : 15 May 2024, 09:50 PM
এক দশকের বেশি সময় আগে চট্টগ্রামে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের এক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা বুধবার এ মাদক মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আবদুল মালেক ও আবুল হোসেন। তাদের মধ্যে মালেক পলাতক। মামলার আরেক আসামি মনির হোসেন খালাস পেয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি মালেক ও আবুলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জমিরানা দিতে না পারলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
“রায় ঘোষণার পর আবুলকে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল নগরীর ডবলমুরিং থানার কদমতলী বাসস্ট্যান্ডে একটি দোকানের সামনে থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্দার করে র্যাব। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে।
সে সময় র্যাব-৭ এর এসআই তানভীর আহমেদ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযুক্তদের মধ্যে নয়ন নামে একজন মারা যাওয়ায় তাকে বাদ রেখে ২০১৬ সালের ৭ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় পাঁচজনের সাক্ষ্য নেয় আদালত।