নুরুল ইসলাম তালুকদার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলেন পুলিশ জানায়।
Published : 26 Mar 2025, 07:26 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় এক প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত নুরুল ইসলাম তালুকদার (৭০) উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর মীরেরখীল ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা।
তিনি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলেন পুলিশ জানায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সিফাতুল মাজদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মীরেরখিল বাজারে নুরুল ইসলামের একটি সারের দোকান আছে। মঙ্গলবার বিকালে তিনি দোকানে বসেছিলেন। এসময় কিছু দুষ্কৃতিকারী সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ওসি বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। রাতে তার অস্ত্রোপচারও হয়েছিল।
“শারিরীক অবস্থার অবনতি হওয়ায় নুরুল ইসলামের আইসিইউ প্রয়োজন পড়েছিল। বুধবার আইসিইউ সাপোর্টের জন্য তাকে স্বজনরা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।”
ওসি সিফাতুল বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। হামলাকারীদের ধরতে আমরা অভিযান শুরু করেছি।”