“তবে যে শিশুটি পানি থেকে উঠেছে বলা হচ্ছে আমরা তার খোঁজও পাইনি। আবার নিখোঁজ শিশুর কোনো অভিভাবকও পাওয়া যায়নি। তবে নিখোঁজ ধরে পানিতে তল্লাশি চালানো হচ্ছে।”
Published : 11 Jun 2024, 08:24 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন চাক্তাই খালে নেমে শিশু নিখোঁজের সংবাদ পেয়ে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নতুন ফিশারী ঘাট সংলগ্ন চাক্তাই খালের স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় লোকজনের কাছ থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কেউ বলছে দুই জন পানিতে নেমেছে, একজন উঠলেও আরেকজন উঠতে পারেনি। আবার কেউ বলছে দুইজনই নিখোঁজ হয়েছে।
“তবে যে শিশুটি পানি থেকে উঠেছে বলা হচ্ছে আমরা তার খোঁজও পাইনি। আবার নিখোঁজ শিশুর কোনো অভিভাবকও পাওয়া যায়নি। তবে নিখোঁজ ধরে পানিতে তল্লাশি চালানো হচ্ছে।”
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে বাহাদুর নামের স্থানীয় এক মাছ বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল চারটার দিকে আমরা দুই জন নদীতে গোসল করছিলাম। এসময় দুই মহিলা আমাদেরকে একটি শিশু পানিতে ডুবে যাচ্ছে বলে জানায়। আমরা গিয়ে পানিতে নেমে শিশুটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করি। কিন্তু পানির টানের কারণে তাকে তুলে আনতে পারিনি।”
বাহাদুরের ভাষ্য, শিশুটি তার হাত থেকে ছুটে পানিতে তলিয়ে গেছে।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন বলেন, “শিশু পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয় লোকজন দাবি করলেও আমরা এখনও কোনো অভিভাবক খুঁজে পাইনি। আসলেই সেখানে কী হয়েছে সেটা বোঝা যাচ্ছে না।
“লোকজন স্রোত শিশুটিকে নিয়ে গেছে বললেও যেসময় শিশুটি নিখোঁজ হওয়ার কথা বলছে তখন নদীতে জোয়ার ছিল। ওই সময় স্রোত থাকে না। নদী থেকে পানি রাজাখালী খালের দিকে প্রবেশ করে।”
ওসি আফতাব বলেন, “লোকজন যেহেতু শিশু ডুবে যাওয়ার কথা বলছে আমরা ঘটনাস্থলে আছি। নদীতে এখন জোয়ার। ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। তবে জোয়ার শেষে বোঝা যাবে আসল ঘটনা কী।”