চট্টগ্রামে তিন দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 03:48 PM
Updated : 18 Jan 2023, 03:48 PM

চট্টগ্রামের শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফুলকির আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব।

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া এ উৎসবের উদ্বোধন করবেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

নগরীর নন্দনকানন এলাকায় ফুলকি বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এর সভাপতি আবুল মোমেন বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিশুদের আনন্দময় শিক্ষা দিয়ে আসছে। পড়ালেখায় সৃজনশীলতা প্রাধান্য দিয়ে শিশুদের পাঠদান করা হয়।

“এর অংশ হিসেবে শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা হয় নিয়মিত। শিশু-কিশোর উৎসব তারই ধারাবাহিকতা।”

সংবাদ সম্মেলনে বলা হয়, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালের অধিবেশন শুরু হবে শিশু কিশোর সমাবেশের মধ্য দিয়ে। এতে অতিথি হিসেবে থাকবেন কথা সাহিত্যিক আনিসুল হক।

বিকালে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন এবং সন্ধ্যায় পরিবেশিত হবে নাট্যপালা ‘বক বধ’।

শনিবার উৎসবের শেষ দিনে কর্মশালা, বিকালে সাংস্কৃতিক আয়োজন ও সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান হবে। বাঁশি, তালপাখা, শীতলপাটি, ছাপচিত্র, ক্র্যাফট এবং মাটির তৈরি জিনিসপত্রের কর্মশালায় অংশ নেবে শিশু-কিশোরেরা।

সংবাদ সম্মেলনে ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন, সম্পাদক ওমর কায়সার ও শিক্ষক রত্না দে উপস্থিত ছিলেন।