এই পদে নিয়োগ পেয়েছেন বর্তমানে অবসরে থাকা প্রকৌশলী মো. নুরুল করিম।
Published : 02 Sep 2024, 02:52 PM
ক্ষমতার পালাবদলে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রদবদলের ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডিএর চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।”
বর্তমানে অবসরে থাকা নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
সিডিএর চেয়ারম্যান পদে ইউনূছকে নিয়োগ দেওয়া হয়েছিল চার মাস আগে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা প্রকৌশলী মো. নুরুল করিমকে আগামী তিন বছর মেয়াদের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হল।”
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে
গত ২৭ অগাস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ ব্যানারে নগরীর কোতোয়ালী মোড়ে সিডিএ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনুছের পদত্যাগ দাবি করা হয়।
আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ সিডিএর নতুন চেয়ারম্যান
এর পাঁচ দিন পরেই সিডিএ চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনুছের নিয়োগ বাতিল করা হলো।
গত ২৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
চট্টগ্রামের রাজনীতিতে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ট হিসেবে পরিচিত ও চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছকে তিন বছর মেয়াদের জন্য নিয়োগ করা হয়েছিল।
২০০৯ সাল থেকে সিডিএ চেয়ারম্যান পদে রাজনৈতিক নিয়োগ দেওয়া শুরু হয়। সেবার প্রথম সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বোয়ালখালী-চান্দগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামকে।
টানা ১০ বছর চেয়ারম্যান ছিলেন আবদুচ ছালাম। এরপর ২০১৯ সালের ১৮ এপ্রিল নগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষ ডলফিনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর আবারও ২০২১ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য নিয়োগ পান ডলফিন। পরে ডলফিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন মোহাম্মদ ইউনুছ।