‘ফুলের মতন আপনি ফোটাও গান’ স্লোগান নিয়ে চট্টগ্রামের ফৌজহদারহাটে তৃতীয়বারের মত এ উৎসব শুরু হয়েছে।
Published : 04 Jan 2025, 06:48 PM
চট্টগ্রামের ফৌজদারহাট সংলগ্ন সাগর তীরের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব।
এবারের উৎসবে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ ঘটনা হয়েছে। যশোর, রংপুর, ঢাকা, দিনাজপুর, বগুড়াসহ সারাদেশ থেকে আনা হয়েছে এসব ফুল।
এবার উৎসবের অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন।
বেশির ভাগ বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকার মত ফুল রয়েছে।
শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ উৎসবের উদ্বোধন করেন।
‘ফুলের মতন আপনি ফোটাও গান’ এ স্লোগান নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবার তৃতীয়বারের মত ফুল উৎসব হচ্ছে।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-অগাস্ট অভ্যুত্থানের সব নিহতদের উদ্দেশ্যে, তাদের স্মরণে স্থাপন করা হয়েছে ‘গণঅভ্যুত্থান কর্ণার’।
এবারের উৎসবে মাসব্যাপী আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো ও পুতুল নাচ।
চট্টগ্রামের ডিসি ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ রয়েছে ‘বন্দর-ফৌজদারহাট টোল রোড’। ঝাউগাছ আর জলাশয় পাশ দিয়ে যাওয়া এই সড়ক যুক্ত হয়েছে মেরিন ড্রাইভ হয়ে আউটার রিং রোডের সঙ্গে। ফৌজদারহাট থেকে এ টোল রোড ধরে কিছুদূর গেলেই ডিসি পার্কে চোখে পড়বে ফুলের সমাহার।
আগের বারের মত এবারও ফুল উৎসবে গাছ সরবরাহের দায়িত্ব পেয়েছে ইফা ল্যান্ডস্ক্যাপ গার্ডেন ডিজাইন অ্যান্ড অ্যাগ্রো ফার্মা।
সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্টুরেন্ট। ২০২২ সালে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে; নাম দেওয়া হয় ‘ডিসি পার্ক’।
গতবার ফুল উৎসবে ৯ লাখ দর্শনার্থীর সমাগম হওয়ার তথ্য দিয়েছিল জেলা প্রশাসন। এবার ১২ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে তাদের আশা। পার্কের কাউন্টার ছাড়াও দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে ফুল উৎসবে যোগ দিতে পারবেন।