চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকায় ‘ডাকাত’ গুজব ছড়িয়ে র্যাব সদস্যদের পিটুনি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে মো. শাকিল (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর এলাকায়।
এই যুবক গুজব ছড়ানোর ঘটনায় মূল হোতা ছিল বলে র্যাবের ভাষ্য।
গত ২৫ মে সন্ধ্যায় মীরসরাই উপজেলার বারৈয়াহাট পৌর বাজারে ‘ডাকাত সন্দেহে’ সাদা পোশাকের দুই র্যাব সদস্যকে পিটুনি দিয়ে তাদের বহনকারী একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করে এবং অস্ত্র ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা পাঠানো হয়।
এ ঘটনার পরপর মিসরাই ও ফেনীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে র্যাব ১৩ জনকে গ্রেপ্তার এবং একটি অস্ত্র উদ্ধার করে। আরেকটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপর শাকিল অবৈধভাবে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে সে তার এলাকার এবং ভারতীয় কিছু বন্ধু নিয়ে কক্সবাজার গিয়েছিল।
“সেখান থেকে ফেরার পথে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।”
র্যাব জানায়, গত ২৫ মে জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কিছু মাদক কারবারীর অবস্থান জেনে র্যাব সেখানে অভিযানে যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা র্যাব সদস্যদের বহনকারী গাড়িটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে।
তারা বারৈয়াহাট বাজারে ফুটওভার ব্রিজের নিচে দুইটি কভার্ড ভ্যান দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি এবং পরিকল্পিতভাবে হামলা করে।
এ সম্পর্কিত খবর -