চট্টগ্রামে ‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাবকে পেটানোর ঘটনায় ১৩ জন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2022 03:09 PM BdST Updated: 27 May 2022 03:09 PM BdST
চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াহাট এলাকায় 'ডাকাত আখ্যা দিয়ে’ অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব সদস্যদের পিটুনি দেওয়ার ঘটনায় ১৩ জন গ্রেপ্তার হয়েছে।
চট্টগ্রামের জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ১৩ জন হলেন- সাইদুর রহমান (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এসএম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহীদুল ইসলাম আকাশ (২৫), শোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদু উদ্দিন (৩৩), আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), মো. ফাহাদ ওরফে ফরহাদ (২৬)।
এদের মধ্যে সাইদুর আহত র্যাব সদস্যের কাছ থেকে যে অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন, সেটি উদ্ধার করা হয়েছে শাফায়েতের কাছ থেকে। পাশাপাশি তাদের কাছে মাদক পাওয়া গেছে বলে র্যাবের ভাষ্য।
গত বুধবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারৈয়াহাট পৌর বাজারে ‘ডাকাত সন্দেহে’ সাদা পোশাকের দুই র্যাব সদস্যকে পিটুনি দিয়ে তাদের বহনকারী একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয়। পিটুনিতে গুরুতর আহত র্যাবের দুই সদস্যকে পরে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

“ওই মাদক কারবারীরা র্যাব সদস্যদের গাড়িটি ব্যারিকেডে আটকে দেওয়ার চেষ্টা করে। সেটি করতে না পেরে তারা বারৈয়াহাট বাজারে ফুটওভার ব্রিজের নিচে দুটি কভার্ড ভ্যান দিয়ে ব্যারিকেড দিয়ে 'ডাকাত ডাকাত' বলে চিৎকার করে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিকল্পিতভাবে হামলা চালায়।”
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, "ঘটনার পর আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তার ফরহাদের কাছে থেকে দুই হাজার ইয়াবা, ৫২ বোতল ফেন্সিডিল এবং এক কেজি গাঁজা উদ্ধার করার কথা জানানো হয়েছে র্যাবের তরফ থেকে।
এ ছাড়া হামলার সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনকে শনাক্ত করে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও র্যাব-৭ এর সহকারী পরিচালক আবছার জানান।
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
কোভিড: চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত বেড়ে ৯৩
-
চট্টগ্রামে কালোবাজারে ট্রেনের টিকেট, গ্রেপ্তার ২
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চট্টগ্রামে কাউন্সিলরের বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'