মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বাজারে স্থানীয়দের হামলায় র‌্যাবের দুই সদস্য ‘গুরুতর’ আহত হয়েছেন; যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2022, 04:02 PM
Updated : 25 May 2022, 07:46 PM

বুধবার সন্ধ্যায় মীরসরাই উপজেলায় বারৈয়ারহাট পৌর বাজারে হামলার এ ঘটনা ঘটে।

র‌্যাব ৭ এর প্রধান লে. কর্নেল মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সাদা পোশাকের একটি দল অভিযানে গেলে তাদের উপর সংঘবদ্ধ একটি চক্র হামলা চালিয়েছে। এতে দুজন সদস্য আহত হয়েছেন।“

ঘটনার পর র‌্যাব ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ রাত আনুমানিক ১৯৩০ ঘটিকার দিকে র‍্যাব-৭ এর একটি গোয়েন্দা দল সাদা পোশাকে মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকায় গমন করে। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে ডাকাত ডাকাত বলে চিৎকার করে র‍্যাব সদস্যদের আক্রমণ করে। দুষ্কৃতিকারীদের উক্ত আক্রমণে দুই জন র‍্যাব সদস্য আহত হয়।”

আহত দুই র‍্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।