চবির শহীদ মিনার চত্বরে পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে সংহতি জানায় ছাত্র ইউনিয়সহ কয়েকটি সংগঠন।
Published : 16 Jan 2025, 08:17 PM
ঢাকায় ‘আদিবাসী ছাত্র-জনতা‘র ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চবির শহীদ মিনার চত্বরে পাহাড়ি শিক্ষার্থীদের এ প্রতিবাদ সমাবেশে সংহতি জানায় ছাত্র ইউনিয়সহ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাল্লাং এনরিকো মারাকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ভুবন চাকমা।
সমাবেশে সংহতি জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সভাপতি অন্তর চাকমা বলেন, “অসাম্প্রদায়িক চেতনা ফুটিয়ে তুলতে এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পাঠ্যবইয়ে যোগ করা হয়। এটি বাতিল করে প্রশাসন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।“
আদিবাসীদের ওপর হামলা ‘পরিকল্পিত’ মন্তব্য করে তিনি বলেন, “প্রশাসনের সামনে আদিবাসীদের ওপর হামলা ন্যক্কারজনক। হামলার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কারের যে সুপারিশ করা হয়েছে সেখানে আদিবাসীদের যুক্ত করতে হবে।
রঁদেভূ শিল্পীগোষ্ঠী চবি সাধারণ সম্পাদক পহেলা চাকমা বলেন, “রাষ্ট্র আমাদের পরিচয় নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় ‘সেটলাররা’ পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে বসতি স্থাপন করেছে। বিচারহীনতার সংস্কৃতির ফলে তারা বারবার হামলার উৎসাহ পায়। দেশের সচেতন, গণতান্ত্রিক চেতনাশীল নাগরিকদের এ বিষয়ে আওয়াজ তুলতে হবে।”
অন্যদের মধ্যে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পাভেল ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সুখীজয় তঞ্চঙ্গ্যা, ছাত্র ইউনিয়ন চবি শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাথুঅং মারমা সমাবেশে বক্তব্য দেন।