লোহাগাড়ার পাহাড়ি এলাকায় হাতি শাবকের মৃতদেহ

শাবকটি মাদি হাতি বলে জানিয়েছে বন বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 12:47 PM
Updated : 27 Nov 2022, 12:47 PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকা থেকে একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার উপজেলার চুনতী ইউনিয়নের সাতঘর এলাকার গহীন পাহাড়ি এলাকা থেকে হাতি শাবকের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম বন বিভাগের চুনতী রেঞ্জ কর্মকর্তা জলিলুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাতঘর মৌজার দুই পাহাড়ের মাঝে একটি গর্তের পানি থেকে হাতি শাবকটির মৃতদেহ উদ্ধার করা হয়।

“যে স্থানে হাতি শাবকের মৃতদেহ পাওয়া গেছে, সেটি মূল সড়ক থেকে অনেক ভেতরে পাহাড়ি এলাকায়। বন কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন।”

উদ্ধার করা শাবকটি মাদি হাতি জানিয়ে জলিল বলেন, “মৃত্যুর কারণ ও বয়স নির্ধারণে হাতি শাবকটির মৃতদেহের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।”