চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের ২ মামলা

বায়েজিদ বোস্তামী ও জালালাবাদ এলাকায় পাহাড় কাটার ঘটনায় দুই মামলায় আসামি চারজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2023, 03:05 PM
Updated : 3 Jan 2023, 03:05 PM

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী ও জালালাবাদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে আলাদা দুটি মামলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিনের করা দুই মামলায় চারজনকে আসামি করা হয়।

পরে অধিদপ্তরের পক্ষে জানানো হয়, গত বছরের নভেম্বরে বায়েজিদ বোস্তামী থানাধীন ইসলামপুর মাঝের ঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান কয়েকজন কর্মকর্তা। অভিযোগের সত্যতা পেয়ে শুনানির জন্য তারিখ দেওয়া হয় এবং সোমবার শুনানি শেষে অধিপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস মামলা করার নির্দেশ দেন।

এ মামলায় মো. জুয়েল রানা ও তার স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে আসামি করা হয়।

একই ধরনের অভিযোগে গত ডিসেম্বরে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর জালালাবাদ এলাকা পরিদর্শনেও গিয়ে ঘটনার সত্যতা পেয়েছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। পরবর্তীতে মঙ্গলবার শুনানি শেষে অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদি হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় মোহাম্মদ মিজান ও মুহাম্মদ মুজিবুর রহমানকে আসামি করা হয়।