আসামি হাছান শরীফ ফেনসিডিলসহ গ্রেপ্তার হলেও পরে জামিন নিয়ে পালিয়ে যান।
Published : 24 Jun 2024, 02:45 PM
এগারো বছর আগে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত হাছান শরীফ (৩৯) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদণ্ডী এলাকার আবুল কালামের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হাছান শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আসামি হাছান শরীফ জামিনে গিয়ে পালিয়েছেন জানিয়ে ওমর ফুয়াদ বলেন, “আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি নগরীর সিটি গেইট এলাকায় পুলিশ চেক পোস্টে বাস থামিয়ে তল্লালি চালানোর সময় হাছান শরীফের ‘গতিবিধি সন্দেহজনক মনে হলে’ তাকে বাস থেকে নামিয়ে আনা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার অনেক প্যাকেটযুক্ত জ্যাকেটে ৪০ বোতল ফেনসিডিল পায় পুলিশ।
এ ঘটনায় সেসময় পাহাড়তলি থানার এসআই সনক কান্তি দাশ বাদী হয়ে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০১৩ সালের ১৯ জুন।
মামলার বিচারে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার শরীফকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।