স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ, ইউপি সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 11:55 AM
Updated : 6 Feb 2023, 11:55 AM

চট্টগ্রামে সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।  

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, উপজেলার ছোট দারোগারহাট লালানগর এলাকা থেকে সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়।

নিপীড়নের শিকার নারী সীতাকুণ্ডে একটি পোশাক কারখানায় কাজ করেন; বাড়ি নোয়াখালীতে। সীতাকুণ্ডে স্বামীর সাথে একটি ভাড়া বাসায় তিনি থাকেন।  

ওসি তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন। ওই মামলাতেই রবিনকে লালানগর এলাকায় তার ফুপুর বাড়ি থেকে ধরেছে পুলিশ।

“শনিবার রাতে রবিন চৌধুরীর কার্যালয়ের সামনে দিয়ে স্বামীর সাথে হেঁটে ওই নারী কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় দুই সহযোগীসহ রবিন তাদের পথ আটকান। ভয়ভীতি দেখিয়ে তার কার্যালয়ের পাশে আলমগীর কলোনীর একটি বাসায় জোর করে নিয়ে যায়।

“সেখানে তাদেরকে মারধরের পর স্বামীকে বেঁধে রেখে রবিন চৌধুরী ওই নারীকে ধর্ষণ করে এবং কানের ও গলার অলঙ্কার ছিনিয়ে নেয়।“

রবিন ও তার দুই সহযোগী চলে যাওয়ার পর ৯৯৯ এ ওই নারীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে বলে জানান ওসি তোফায়েল আহমেদ।