জাফরের গলায় কালোদাগ, হাতে নখের আচড়, মাথার পেছনে ফোলা আছে বলে জানিয়েছেন ওসি।
Published : 23 Mar 2025, 06:49 PM
চট্টগ্রামে স্বামীকে ‘হত্যার’ অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধারের পর তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়। পরে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মৃত জাফর আলী (৪৩) একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। ফটিকছড়ি উপজেলার ভুজপুরে তার বাড়ি হলেও থাকতেন নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায়।
গ্রেপ্তার নারীর নাম রোমানা ইসলাম (৩৫)।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতাল থেকে জাফর আলীর লাশ উদ্ধার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে রোমানকে হেফাজতে নেওয়া হয়।
“পরে জাফরের ভাইয়ের করা মামলায় রোমানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
ওসি আফতাব বলেন, “রোমানার দাবি তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাতে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল।
“জাফরের গলায় কালোদাগ, হাতে নখের আচড়, মাথার পেছনে ফোলা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”