“এই ক্ষোভ আপনাদের উপরে না, পুলিশের উপরে না। অবৈধ দম্ভ এবং ক্ষমতার উপরে।”
Published : 18 Aug 2024, 09:48 PM
বিগত সরকারের অন্যায় কাজে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
রোববার চট্টগ্রামের লোহগাড়া থানা ও উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
লোহাগাড়া থানা পরিদর্শনের সময় উপদেষ্টা ফারুক-ই-আজম পুলিশ সদস্যেদের উদ্দেশে বলেন, “বিগত স্বৈরাচার আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। অন্যায় কাজে আপনাদেরকে দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে। জনগণের প্রতিবাদ আপনাদেরকে দিয়ে দমন করেছে। এসব কারণেই মানুষের একটা ক্ষোভ ছিল।
“এই ক্ষোভ আপনাদের উপরে না, পুলিশের উপরে না। অবৈধ দম্ভ এবং ক্ষমতার উপরে।”
উপদেষ্টা বলেন, “আমাদের সংবিধানে আছে রাষ্ট্র জনগণের। জনগণের ক্ষমতা মানুষ চোখে দেখে না। আপনারা প্রত্যক্ষভাবে এবার দেখেছেন। জনগণকে শ্রদ্ধা করবেন। জনগণের যেটুকু ন্যায্য বিচার পাওয়ার অধিকার, থানার কাছ থেকে যতটুকু সেবা পাওয়ার অধিকার- যথাযথভাবে মানুষকে সেই সেবাটা দিবেন।”
তিনি বলেন, “আমরা একটা নতুন বাংলাদেশ বির্নিমাণ করতে চাই। সবাই মিলে যদি এগিয়ে যাই তাহলে আমরা সফল হব।”
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে উপদেষ্টা ফারুক-ই-আজম আগুনে ক্ষতিগ্রস্ত লোহাগাড়া থানার পাশে উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত স্থাপনা দ্রুত সংস্কার করা হবে বলে জানান।
এর আগে বেলা ১১টার দিকে তিনি উপজেলার আমিরাবাদ দর্জিপাড়া এলাকায় আন্দোলনে নিহত কিশোর ইশমামুল হকের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। পরে ইশমামুলের মা শাহেদা বেগম, বড় ভাই মুহিবুল হক, ছোট ভাই আবু বক্কর এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা।