এক বিধবা নারীর জন্য তৈরি ঘর উদ্বোধন করেছেন ওয়াসিকা।
Published : 13 Nov 2023, 07:19 PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাকৃতিক দুর্যোগ ও আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে সোমবার টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
এ সময় তিনি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তড়িৎ গতিতে৷ দেশের সাধারণ মানুষের প্রতি উনার অপরিসীম ভালবাসা এই প্রাণশক্তির উৎস।
“তিনি ভূমিহীন-গৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল। উনার যুগান্তকারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা। চলমান উন্নয়নকে অব্যাহত রেখে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে উনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।”
ওয়াসিকা আয়শা খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের জন্য ৩০০ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সোমবার এসব বরাদ্দ বিতরণের আগে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে দুঃস্থ বিধবা নারীর জন্য তৈরি ঘর উদ্বোধন করেন ওয়াসিকা।