“পূর্ব শত্রুতার জেরে কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর উপরে রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা করতে যায়।“
Published : 15 Nov 2024, 11:36 AM
চট্টগ্রামের রাউজানে ‘পূর্ব বিরোধের জেরে’ এক ব্যবসায়ীর ওপর হামলার সময় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।।
রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব শত্রুতার জেরে কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীর ওপর রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা করতে যায়।
“এসময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা গুলি ছোড়ে। এতে ৯-১০ জন গ্রামবাসী আহত হন।”
পুলিশের এই কর্মকর্তা বলেন. “ব্যবসায়ী কামালের পূর্বপরিচিত মামুন, তৈয়ব, করিমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।”
আহতরা সবাই ‘শঙ্কামুক্ত’ জানিয়ে ওসি বলেছেন, তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি মীর মাহবুবুর রহমানের ভাষ্য, হামলাকারীরাও কাছাকাছি এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।