ওই নারীর স্বামী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে এবং উত্তেজিত হয়ে দুই জনকে পিটুনি দেওয়ার চেষ্টা করে।
Published : 12 Nov 2024, 01:40 PM
চট্টগ্রামে ‘যৌনকর্মী খেদানোর নামে’ পথচারী এক নারীর ব্যাগ ‘তল্লাশি’ করতে গিয়ে ‘জনরোষের’মুখে পড়েছেন দুই শিক্ষার্থী; শেষ পর্যন্ত তাদের উদ্ধার করতে এগিয়ে যেতে হয়েছে পুলিশকে।
নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান।
উদ্ধার করা শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান, এবং মো. সাব্বির।
উপ কমিশনার তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনেমা প্যালেস মোড়ে এক নারীর ব্যাগ তল্লাশির চেষ্টা করেছিলেন দুই শিক্ষার্থী। এসময় তার স্বামীর চিৎকারে স্থানীয় লোকজন জড় হলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শিক্ষার্থীর পরিচয় দেওয়া দেওয়া ওই দুই জন সিনেমা প্যালেস এলাকায় ভাসমান এক যৌনকর্মীকে ধাওয়া করেছিলেন। ওই নারী দৌড়ে একটি আবাসিক হোটেলে উঠে যান। তাকে না পেয়ে তারা আবার সেই রাস্তায় এসে এক নারীকে যৌনকর্মী সন্দেহে ব্যাগ তল্লাশির চেষ্টা করেন।
তখন ওই নারীর স্বামী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে এবং দুই জনকে ধরে পিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে নিয়ে যায়।
অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ বলেন, “আমরা সব সময় বলে আসছি কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। অপরাধজনক কিছু দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা জনগণের দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে কেউ যেন কিছু না করেন।”