২০০২ সালে জ্ঞানজ্যোতি ভিক্ষুকে হত্যাসহ অন্তত ১২ মামলার আসামি তিনি।
Published : 25 Nov 2024, 02:17 PM
দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর লালদিঘী এলাকা থেকে রোববার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৫১ বছর বয়সী আজিজুল হক রাউজান উপজেলার হিংগলা গ্রামের বাসিন্দা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাসী হিসেবে চট্টগ্রামের রাউজানে আলোচিত ছিলেন তিনি।
সোমবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিজুল পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ২২ বছর আত্মগোপনে ছিলেন। ১২ মামলার এ আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাউজানের আলোচিত সন্ত্রাসী ছিলেন আজিজুল। তার বিরুদ্ধে রাউজান থানায় দুইটি হত্যা ও এক অস্ত্র মামলার পরোয়ানা আছে।”
ওসি বলেন, “তার বিরুদ্ধে আরও কিছু মামলা থাকতে পারে। কিন্তু থানায় হামলার পর বেশকিছু নথিপত্র নষ্ট হয়েছে। যার কারণে এখন সব মামলার তথ্য বিস্তারিত এখন পাওয়া যায়নি।”
আজিজুলকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহবুবুর।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাউজানে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন আজিজুল। তিনি ওই সময় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদেরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২০০২ সালে রাউজানের হিংগলায় বৌদ্ধ অনাথ আশ্রমে গলা কেটে খুন করা হয়েছিল অনাথ আশ্রমের পরিচালক জ্ঞানজ্যোতি ভিক্ষুকে। তখন ওই ঘটনা দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছিল। এ হত্যা মামলার অন্যতম আসামি আজিজুল।
বৌদ্ধ ভিক্ষু জ্ঞানজ্যোতি হত্যার পর আত্মগোপনে ছিলেন আজিজুল। ২০০৪ সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয় আলোচিত এ সন্ত্রাসী। জামিনে ছাড়া পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।
গত ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর আজিজুল দেশে ফেরেন বলে স্থানীয়দের ভাষ্য।