বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলার অভিযোগ

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 09:54 AM
Updated : 13 August 2022, 09:54 AM

চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

শনিবার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই কলেজ গেটে মানববন্ধনে দাঁড়ান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে তাদের উপর হামলা হয়।

কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক, ক্লাস রুম সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে বেলা সোয়া ১১টার দিকে কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি পেশ করি আমরা।

“সেটা দিয়ে কলেজ গেইটের বাইরের রাস্তায় মানববন্ধন করি। যেখানে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়েছিল। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা শিমুল সর্দার, রয়েল দেবনাথ, কাইয়ুমসহ আরও কয়েকজন মিলে লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে।”

হামলায় তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান হিমেল।

এদিকে হামলাকারীদের থামাতে গিয়ে উপজেলা সিপিবির সম্পাদক অনুপম বড়ুয়া পারু, দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সভাপতি সেহাব উদ্দিন সাইফু আহত হন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র ইউনিয়নের সদস্যরা বহিরাগত লোকজন নিয়ে মানববন্ধন আয়োজন করে। যা সাধারণ শিক্ষার্থীরা মেনে না নিয়ে তাদের প্রতিহত করে।”

নিজ দলের কর্মীদের নাম আসার বিষয়ে তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সাথে ঝামেলা দেখে শিমুল, কাইয়ুম, রয়েল সেখানে কী হয়েছে দেখতে যান। তারা হামলার সাথে জড়িত নন।”

ছাত্রলীগ আহ্বায়কের সুরেই কথা বলেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “শিক্ষা সংশ্লিষ্ট দাবি দাওয়া নিয়ে ছাত্র ইউনিয়ন নেতারা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিল। তারা মানববন্ধনের অনুমতি চাইলে অধ্যক্ষ অনুমতি দেননি।

“কিন্তু তারা কলেজের সাবেক কিছু নেতা নিয়ে মানববন্ধন আয়োজন করতে দেখে সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন।

এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হয়েছে লাঠির আঘাতে।“