চট্টগ্রামের সাগরিকা ও নূর নগরে এ হাট চালু হয়েছে।
Published : 20 Jun 2023, 09:40 PM
কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে দুটি ‘ডিজিটাল হাট’ চালু করে মেয়র রেজাউল করিম চৌধুরী আশা করছেন, এতে ‘নিরাপদ’ হবে পশু বেচাকেনা।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউড়িতে সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এবার চট্টগ্রামের সাগরিকা ও নূর নগরে ‘ডিজিটাল হাট’ চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “কোরবানির গরুর বাজারে দূর-দূরান্ত থেকে পশু কেনা-বেচা করতে মানুষ আসেন। এই কোরবানির বাজারকে কেন্দ্র ক্ষেত্রে বিভিন্ন অপরাধচক্র জালনোট সরবরাহ, পশুর ট্রাকে ডাকাতি, ক্রেতাদের টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে।
“ডিজিটাল হাটে সব ধরনের আর্থিক সেবা ডিজিটালি হবে বিধায় এই অপরাধচক্রের কার্যক্রম কমে আসবে। এবারে দুটি হাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে সবগুলো কোরবানির হাটে ক্যাশলেস লেনদেনের সুবিধা সৃষ্টি করবে সিটি করপোরেশন।”
বন্দর নগরীতে স্থায়ী তিনটি পশুর হাট হল সাগরিকা গরুর বাজার, বিবিরহাট গরুর বাজার ও পোস্তার পাড় ছাগলের হাট।
এর বাইরে প্রতি বছর সিটি করপোরেশনের চাহিদা অনুযায়ী নগরীতে অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয় নগর পুলিশ। এবার এরকম নয়টি হাটের অনুমতি মিলেছে।
সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল বলেন, “প্রধানমন্ত্রী যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট নগরীতে পরিণত করার কাজ চলছে।
“এ ধরনের ডিজিটিাল সেবার উদ্যোগ চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল ঘরে তুলতে সহায়তা করবে পাশাপাশি অর্থনৈতিক অন্তর্ভুক্তির হারও বৃদ্ধি করবে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের পেমেন্ট সিস্টেমকে স্মার্ট করতে হবে।
“দেশের আর্থিক কার্যক্রমকে ডিজিটাল করার মাধ্যমে আমরা ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে লড়ছি। বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিস্তৃত স্থায়ী ও সাপ্তাহিক পশুর হাটের লেনদেন ক্যাশলেস করার জন্য কাজ করে যাচ্ছে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মোতাসেম বিল্লাহ, অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক, জুলিয়া চৌধুরী, যুগ্ম পরিচালক রেজাউল করিম, সরকার মো. আমির খসরু, সালাহউদ্দিন মাহমুদ, উপ-পরিচালক হাসনাত আহসান।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর প্রাথমিকভাবে সাগরিকা এবং নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ চালু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদির সুবিধা উপভোগ করবেন কোরবানির বাজারের ক্রেতা-বিক্রেতারা।
১০টি ব্যাংক, তিনটি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম ও চারটি চারটি আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান (এমএফএস) চট্টগ্রামের দুইটি হাটে ডিজিটাল বুথ স্থাপন করে তাৎক্ষণিকভাবে ক্রেতার হিসাব থেকে বিক্রেতার হিসেবে অর্থ পৌঁছে দিবে এবং লেনদেনে নগদ অর্থের ব্যবহার হ্রাস করতে কাজ করবে।
বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা গরুর বাজারে কোরবানির পশু বেচা-কেনারও উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল।
এ সময় মেয়র রেজাউল বলেন, “কোন ধরনের অনিয়ম, বিশৃংখলা বা চাঁদাবাজি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।”