খৈয়াছড়া দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। আহতদের মধ্যে চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 06:26 PM
Updated : 6 August 2022, 06:26 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে যাওয়া মাইক্রেবাসের আহত আরও এক শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ-চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাসমির হাসান (১৭) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

তার বাড়ি হাটহাজারি উপজেলার আমানবাজার এলাকার খন্দকিয়া গ্রামে। এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।

হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় কাঁধে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাসমির। হাসপাতালে ভর্তির পরই তাকে আইসিইউতে নেওয়া হয়।”

গত ২৯ জুলাই খৈয়াছড়া ঝর্না রেল ক্রসিংয়ে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসটিতে হাটহাজারীর আরএনজে কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষকরা ছিলেন।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকসহ ১১ জন মারা যান। এর পর সাতজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শুক্রবার একজনের মৃত্যু হয়। পরদিন মারা গেল তাসমির।

এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। আহতদের মধ্যে চারজন বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।