“ঘটনাস্থলে আমাদের টিম আছে, তারা প্রকৃত ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে,” বলেন ওসি।
Published : 28 Jan 2024, 09:43 AM
পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে চট্টগ্রামে খুন হয়েছে এক যুবক।
শুক্রবার সন্ধ্যায় খুলশী থানার সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুর রহমান সুজনের (২০) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। চট্টগ্রামে থাকতেন সেগুনবাগান এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সুজনের বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। অপর এক যুবক সুজনকে ছুরি মেরেছেন বলে তারা জানান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “ছুরিকাঘাতকারী ও নিহত যুবক পূর্ব পরিচিত। শুনেছি তাদের মধ্যে আগের বিরোধ ছিল। এটা নিয়ে সন্ধ্যায় দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।”
কী নিয়ে বিরোধ- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ঘটনাস্থলে আমাদের টিম আছে, তারা প্রকৃত ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)