১১টি জেলার অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতা দুইটি জোনে ভাগ করা হয়েছে।
Published : 22 Apr 2025, 05:29 PM
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অংশগ্রহণে রাঙামাটিতে শুরু হচ্ছে এ ফুটবল প্রতিযোগিতা।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার বিকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়া উদ্দিন। উদ্বোধনী দিনে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলার খেলা অনুষ্ঠিত হবে।
১১টি জেলার অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতা দুইটি জোনে ভাগ করা হয়েছে।
‘ক’ জোনের খেলা হবে রাঙামাটিতে আর ‘খ’ জোনের খেলা হবে কুমিল্লায়।
‘ক’ জোনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং ‘খ’ জোনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর জেলা লড়বে।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন বলেন, দুই জোনের চ্যাম্পিয়ন দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) সভাপতি শহীদুল ইসলাম।