মঙ্গলবার দোকানে যাওয়ার পথে হামিদকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ভাই সাহেদ।
Published : 24 Jul 2024, 09:32 PM
চট্টগ্রামে কোটা সংসবকার আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এক কৃষক লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হামিদ হোসেন হামিদ (২৬) চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
তার বাবা বজলুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চুনতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামিদ গত ১৬ জুলাই মুরাদপুরে কোটা আন্দোলনে সংঘর্ষে জড়িত ছিলেন। তার পাথর হাতে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
মঙ্গলবার চকবাজার ডিসি রোড থেকে হামিদকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
হামিদের বড় ভাই মো. সাহেদ জানান, তার ভাই হামিদ ব্যবসায়ী। নগরীর দেওয়ানহাট এলাকায় মোটর পার্টসের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। তার বাবা লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
সাহেদের দাবি, তার ছোট ভাই হামিদ রাজনীতিতে জড়িত কিনা তিনি জানেন না। মঙ্গলবার দোকানে যাওয়ার পথে হামিদকে পুলিশ আটক করে নিয়ে যায়।