বিদেশ-ফেরতরা সহায়তার জন্য সরাসরি +৮৮০১৩৩২৫১৪৫২২ নম্বরে যোগযোগ করতে পারেন।
Published : 19 Aug 2024, 12:53 AM
নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের জরুরি সহায়তা দিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ রোববার এই সেবাকেন্দ্র উদ্বোধন করেন।
তিনি বলেন, “বাংলাদেশের প্রবাসীদের একটা বড় অংশ চট্টগ্রামের। চট্টগ্রামে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি অনেক ফ্লাইট আসে, যেখানে এমন প্রবাসীরা থাকেন, যাদের জরুরি সহায়তার প্রয়োজন হয়।
“এ কারণেই এই বুথ করার উদ্যোগ। আমরা মনে করি সরকারি ও বেসরকারি সংস্থা সবাই সমন্বয় করে কাজ করলে আরও বেশি মানুষকে সহায়তা করা যাবে।”
নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতা বৃদ্ধি, মানবপাচার রোধে জনসচেতনতা তৈরিতে ব্র্যাকের এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান অনুষ্ঠানে বলেন, “ব্র্যাক গত ছয় বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৩৫ হাজারের বেশি বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীকে জরুরি সহায়তা দিয়েছে। আসলে বিদেশ থেকে অনেক মানুষ শূন্য হাতে দেশে ফেরে। বিমানবন্দর থেকেই তাদের পাশে দাঁড়াতে হয়।
“আর ব্র্যাক বিমানবন্দরে শুধু জরুরি সহায়তা দিচ্ছে তা-ই নয়, বিদেশ-ফেরতরা যেন ঘুরে দাঁড়াতে পারেন, আবার আয় করতে পারেন, ভালো থাকতে পারেন সেজন্য আমরা বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের জন্য পাশে দাঁড়াচ্ছি, তাদের সহায়তা করছি। চট্টগ্রামে যেহেতু অনেক প্রবাসী আসেন, সে কারণেই এখানে আমরা কাজ করছি।”
অন্যদের মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, বিমানবন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা) নজরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের স্কোয়াড্রন লিডার তারিক আজিজ, নবম এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল আহসান মামুন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদেশ-ফেরতরা সহায়তার জন্য সরাসরি +৮৮০১৩৩২৫১৪৫২২ নম্বরে যোগযোগ করতে পারেন বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।