চট্টগ্রামের সীতাকুণ্ডে লেগুনা উল্টে ১২ জন কলেজছাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকালে পৌরসভার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ছোট দারোগাহাট তাহের-মঞ্জুর কলেজের শিক্ষার্থী।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেগুনাটির সব যাত্রী কলেজছাত্রী ছিলেন। কলেজ ছুটির পর তারা বাড়ি ফিরছিলেন।
“শেখপাড়া এলাকায় সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় লেগুনাটি। এতে সেখানে থাকা অন্তত ১২ জন আহত হন।”
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুদ্দিন রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“এ চারজন মাথায় আঘাত পেয়েছে বলায় ঝুঁকি এড়াতে সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”