ফায়ার সার্ভিস বলছে, নৌকার ইঞ্জিনের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়।
Published : 05 Feb 2024, 01:49 PM
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খালের মধ্যে নৌকায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
রোববার রাতে উপজেলার গন্ডামারা এলাকায় খাটখালী বাজারের পাশে একটি খালে নোঙর করে রাখা নৌকার ইঞ্জিনে আগুন লাগে।
মাছ ধরার ওই নৌকায় থাকা চারজন আগুনে দগ্ধ হন। তাদের নাম ইউনুস, তৌহিদ, রফিক ও জসিম। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
বাঁশখালী ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌকার ইঞ্জিনের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা চারজনকে উদ্ধার করে নিয়ে যায়। তারা আগুনও নিভিয়ে ফেলে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিখ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধদের মধ্যে তৌহিদের শরীরের ৬০ শতাংশ, জসিমের ৪৫ শতাংশ, রফিকের ২৫ শতাংশ এবং ইউনুস ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চারজনেরেই শ্বাসনাসী ক্ষতিগ্রস্ত হয়েছে।