পুলিশ ধারণা করছে, অন্তত ৪৮ ঘণ্টা পূর্বে ওই নারীর মৃত্যু হয়েছে৷
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে নদীর দক্ষিণ তীরের এস আলম ২ নম্বর জেটির পূর্বপাশে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায় বলে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অজ্ঞাত ওই পুরুষের মৃতদেহটি প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
মরদেহের পরনে নীল রঙের ফুল হাতা টি শার্ট এবং নেভি ব্লু হাফ প্যান্ট ছিল; উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি একরাম।