প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
Published : 26 Jul 2024, 05:50 PM
বিজিবি সদস্যদের পাহারায় চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে তেলবাহী চারটি ট্রেন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ২৪টি বগি নিয়ে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে এবং সকাল সাড়ে ছয়টায় ১৬টি তেলের বগি নিয়ে আরেকটি ট্রেন সিলেটের উদ্দেশে যায়।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আরিফুর রহমান জানান, এছাড়া সকাল ১০টা ও ১১টায় ১২টি করে তেলবাহী বগি নিয়ে পৃথক দুটি ট্রেন চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীর উদ্দেশে চট্টগ্রাম ছাড়ে।
দোহাজারী ও হাটহাজারীতে দুটি বিদ্যুৎকেন্দ্রে এসব তেল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিজিবি চট্টগ্রাম ৮ এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকি বলেন, “প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে।”