চকবাজারে কিছুক্ষণ লিফটে আটকে ছিলেন ১০ জন

সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2022, 05:42 PM
Updated : 24 Sept 2022, 05:42 PM

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় লিফটে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিরবাগের আলী ভিলা নামের ৯ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের নামাজের সময় উপর থেকে ভবনটির বাসিন্দা ও কয়েকজন মেহমান লিফটে নিচে নামছিলেন।

“ওই লিফটের ধারণ ক্ষমতা ৮ জন। তাড়াহুড়োয় সেখানে ১০ জন উঠে পড়েছিলেন। লিফটটি নিচতলায় নেমে গ্রাউন্ড লেভেল থেকে আরও আড়াই ফুট নিচে নেমে যায়। ওই অবস্থায় লিফটটি আটকে গেলে আমাদের খবর দেওয়া হয়।”

তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা গিয়ে লিফটের দরজা খুলে তাদের বের করে আনি। কারও কোনো সমস্যা হয়নি। সবাই ভালো আছেন।”

লিফটে আটকা পড়েছিলেন - নুরুন্নবী ভূঁইয়া (৬৩), এসকান্দর মিয়া (৬০), শওকত ইসলাম (৫৫), আমজাদ হোসেন (৫২), নেসার উদ্দিন (৫০), নুরুল ইসলাম (৪৮), ওসমান গনি (৩৩), ওমর ফারুক (৩৭), সোহেল (৪৮) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৩)।